সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ২০২৫ নিয়ে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে “জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ২০২৫” উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার দীপান্বিতা দেবী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসরিন আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক মোঃ শাহজাহান চৌধুরী, শিক্ষক সুজিত কুমার দেব, আতাউর রহমান তারুকদার, শারমিন জাহান প্রমুখ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন,
“মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য ভিত্তি গড়ে ওঠে এই পর্যায়েই। অথচ হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলা জাতীয় প্রেক্ষাপটে এখনও অনেক পিছিয়ে। এ জেলায় প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ৫.৯৫ শতাংশ, যা উদ্বেগজনক।”
তিনি জানান, প্রাথমিক শিক্ষায় গতিশীলতা আনয়নে ও শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ মেধা যাচাই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় পরীক্ষামূলকভাবে এ মডেল বাস্তবায়ন করা হয়েছে, যা অভাবনীয় সাড়া ফেলেছে এবং নতুন ধারার সূচনা করেছে।
আগামী ২৯ অক্টোবর ২০২৫, সকাল ১০টায় জেলার ১৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণ করবে: চতুর্থ শ্রেণিতে: ৪১,১৬৪ জন, পঞ্চম শ্রেণিতে: ৩৫,৩২১ জন, সর্বমোট: ৭৬,৪৮৫ জন শিক্ষার্থী
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি উপজেলায় চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক সকল শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানান।
এ উদ্যোগ জেলার প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তন ও শিক্ষার্থীদের মাঝে পড়ালেখায় আগ্রহ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.