সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়-এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের ইন্সপেক্টর সেন্টু রঞ্জন নাথ ও তার টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সদর উপজেলার তেঘরিয়া, পিটিআই স্কুল সংলগ্ন এলাকা, ওয়েজখালী ও ইকবালনগর-এ অভিযান চালিয়ে মাদক বহন ও সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সুনামগঞ্জবাসীর মাঝে অভিযানটি প্রশংসিত হয়েছে এবং স্থানীয়রা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.