সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
আল-মারজান বিজয় পাশা::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে এবং সুনামগঞ্জ-৪ আসনে সাবেক জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করার দাবিতে সুনামগঞ্জে স্মরণকালের বৃহত্তম নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা মহিলা দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলার হাজারো নারী ধর্ম-বর্ণ নির্বিশেষে অংশ নেন। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এসময় তিনি বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা রেখেছে বিএনপি সরকার।”
তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, এবং বয়স্ক, বিধবা ও অসহায় নারীদের জন্য সামাজিক নিরাপত্তা ভাতা আরও সম্প্রসারিত করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, আ ত ম মিসবাহ, এড. মাসুক আলম, এড. শেরেনুর আলী, মো. রেজাউল হক, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মো. ফুল মিয়া, সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, প্রচার সম্পাদক মণিরা আক্তার লিজা, মানবাধিকার বিষয়ক সম্পাদক সুলতানা আহমদ মণিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নারীনেত্রীরা তাদের বক্তব্যে বলেন, “সুনামগঞ্জ-৪ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে আনতে হলে, তৃণমূল থেকে উঠে আসা সর্বজন শ্রদ্ধেয় নেতা এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই।”
তারা দলের হাইকমান্ডের কাছে দাবি জানান, এ আসনে যেন তাকেই ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিশাল নারী মিছিল পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।