সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দর ইজারা ও শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ

চট্টগ্রাম বন্দর ইজারা ও শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবা
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বন্দরকে সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার ষড়যন্ত্র, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা না করা এবং শ্রমআইনের নামে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্ব ও শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহারের পথ সুগম করা হচ্ছে।” এছাড়াও তারা শ্রমিকদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস ও অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ, স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া এবং হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই প্রমুখ।
বক্তারা অবিলম্বে চট্টগ্রাম বন্দর ইজারার ষড়যন্ত্র বন্ধ করা, শ্রমআইনে শ্রমিক স্বার্থবিরোধী সংশোধনী প্রত্যাহার এবং জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.