সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

তাহিরপুরে দুর্ধর্ষ ডাকাতি ও হামলার অভিযোগ, আহত ৩ জন হাসপাতালে ভর্তি

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী রায়হান (৩০) তাহিরপুর থানায় লিখিত অভিযোগে জানান, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ১:৩০ মিনিটে তার বসতঘরের পাশের দোকানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৮-১০ জনের একটি দল হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন নুর জামাল (৬০), তার দুই ছেলে সাকিল মিয়া (২৫) ও সাকিব মিয়া (২০) সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।
ভিযোগে বলা হয়, হামলাকারীরা দোকানের বৈদ্যুতিক বাল্ব ভেঙে, দরজা ও ক্যাশবক্স ভাঙচুর করে প্রায় ৫০০ লিটার ডিজেল (মূল্য আনুমানিক ৫৫ হাজার টাকা), নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল সহ মোট প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে।
এ সময় বাধা দিতে গেলে তাদের হামলায় জলিল (৬৫) এবং মামা দুলাল মিয়া (৪৬) গুরুতর আহত হন। তাদের মধ্যে দুইজন বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থলে একটি মোবাইল ফেলে রেখে পরদিন তা নিতে এসে ভুক্তভোগীদের হুমকি প্রদান করে এবং বসতঘরে আগুন লাগানোরও ভয় দেখায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর রায়হান তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেন। তিনি বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.