সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে ডাকা হয়েছে বৈঠকে। এ আসনের অপর ডাকসাইটে নেতা সাবেক এমপি বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমিকে বৈঠকে ডাকা হয় নি। নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য দেশের বাইরে ব্যাংককে থাকায় তিনি বৈঠকে থাকবেন না বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন। শুক্রবার দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নাছির উদ্দিন চৌধুরী কথা বলেছেন বলেও দলীয় সূূত্রে জানা গেছে। দলের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছে, এই আসনে শারীরিকভাবে সুস্থ থাকলে নাছির উদ্দিন চৌধুরী-ই দলের প্রার্থী হবেন এটা প্রায় নিশ্চিত। এজন্য সাবেক বিচারপতি সাবেক এমপি রুমিকে ডাকা হচ্ছে না। তবে দল ক্ষমতায় গেলে বিচাপতি রুমিকে অন্য উচ্চতায় মূল্যায়ন করা হতে পারে বলেও মন্তব্য করেছেন ওই নেতা।