সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে একক প্রার্থী ঘোষণা হয়নি

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনো কোনো একক প্রার্থী ঘোষণা করেনি বলে জানিয়েছেন আসনটির তিন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। সোমবার (১৪ অক্টোবর) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, বিএনপি ইতোমধ্যে সুনামগঞ্জ-৩ আসনে একজন প্রার্থীকে এককভাবে মনোনয়ন দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এটি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন।”
যৌথ বিবৃতিদানকারীরা হলেন: জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমেদ এবং যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এম এ কাহার।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভা ছিল মূলত আসন্ন জাতীয় নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনামূলক। সেখানে কাউকে মনোনয়ন দেয়া হয়নি কিংবা একক প্রার্থী ঘোষণা করা হয়নি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, “বৈঠক শেষে সম্মানিত মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, বিএনপি কোনো আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দেয় না। তবে কে মনোনয়ন পাবেন, তা নির্ধারণের জন্য দলের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং সেটি অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”
তারা আরও বলেন, “বৈঠকে প্রবেশ ও অংশগ্রহণ নিয়ে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, যা অনভিপ্রেত। এ পরিস্থিতিতে মহাসচিব দুঃখ প্রকাশ করেন এবং স্পষ্টভাবে বলেন, কাউকে এখনো মনোনয়ন দেয়া হয়নি এবং বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে সতর্ক করেন।”
প্রসঙ্গত, ওইদিন বিকাল ২টা ৪৫ মিনিট থেকে ৪টা ৫ মিনিট পর্যন্ত বিএনপি মহাসচিব গুলশান কার্যালয়ে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের মোট ১১ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করেন। তবে সুনামগঞ্জ-৩ আসনের পক্ষে শুধুমাত্র যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2025 surmapostnewsbd.com
Design & Developed BY Ohhre Technologies Limited.